Skip to main content

শিক্ষার্থী ভাই বোন দের জন্য

আমাদের সকল কাজের সামারি

আমাদের দৈনন্দিন সব কাজ কে ৩ টা মূল ভাগে ভাগ করা যায় । যার মূল উদ্যেশ্য হচ্ছে যেনো আমরা আখিরাতে কামিয়াব হতে পারি ।

  • জ্ঞান অর্জন
  • ইবাদাত
  • জান্নাত

এবার বিস্তারিত কথায় আসা যাক আমরা পড়াশুনা কেনো করছি?

  • অর্থ উপার্জন
  • বাড়ি, গাড়ি, আরাম আয়েশ এর জন্য?
  • নাকি, শুধুই শিক্ষার জন্য? যেকোনো কাজ এর পেছনে আমাদের কয়েকটা বিষয় জানা থাকা উচিৎ
  • কি করছি, কিভাবে করছি, কেনো করছি
  • ইসলাম এ সেই কাজের ব্যবস্থা কি
  • এই কাজ করে আমার, দেশ ও দশের কি উপকার হবে

কি করছি, কিভাবে করছি, কেনো করছি

এভাবে তাকালে আমরা উত্তর গুলো এভাবে সাজাতে পারি

  • আমাদের পড়াশুনার মূল উদ্যেশ্য হবে যাতে আমরা আমদের রব কে চিনতে পারি, তাঁর ইবাদাত করতে পারি । এর মধ্যে দুনিয়াবি জ্ঞান কাজে লাগিয়ে দুনিয়াতে রিজিক অন্বেষন একটা ক্ষুদ্র অংশ মাত্র ।
  • আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় যা পড়াশুনা করছি, সেখানে অনেক রকম বিষয়াবলি রয়েছে । এর অধিকাংশ ই এমন পড়াশুনা যা আসলে কেনো করছি, জীবনে কি কাজে লাগবে তার পরিষ্কার ধারনা আমাদের থাকেনা ।
  • সব টপিক এর ই কোনো না কোনো বাস্তব প্রয়োগ আছে, ইন্টারনেটে একটু খোজ করলেই তা সহজে জানা সম্ভব ।

ইসলাম এ সেই কাজের ব্যবস্থা কি

  • একদম সাধারন নিয়ম হচ্ছে, এমন বিষয় নিয়ে পড়াশুনা করা যা অর্থবহ, যা দ্বীন এর পথে চলতে, আখিরাতের দিকে অগ্রসর হতে আমাদের সাহায্য করে ।
  • এমন পড়াশুনা করবো না যার দ্বারা নিজেদের ঈমান ক্ষতিগ্রস্ত হয় । এই পড়াশুনা জানার দ্বারা নিজের বা নিজের ঈমান এর ক্ষতির আশংকা থাকলে তা থেকে দূরে থাকা কর্তব্য । যেমনঃ সাধারন মানুষের দ্বীন এর বুঝ ও পড়াশুনা না করে ধর্মত্বাত্বিক পড়াশুনা বা অমুসলিমদের সাথে যেয়ে ধর্ম নিয়ে বাক বিতন্ডায় জড়ানো বা এসব নিয়ে কন্টেন্ট দেখা । এগুলো এতটাই ভয়ংকর যে, একজন মানুষ যদি ভেল্কি দেখায় যে শুধু পানি দিয়ে আগুন জ্বালানো সম্ভব (আসলে সে পানির মত দেখতে তেল বা ক্যামিকেল ব্যবহার করেছে), আমরা না জানার ফলে সেটাই বিশ্বাস করবো নিজের জানা বিষয়টাকেও প্রশ্ন করতে শুরু করবো ।

পড়াশুনা করে আমার, দেশ ও দশের কি উপকার হবে

  • নিজেকে নিয়ে ব্যাস্ত থাকার জন্য আমরা দুনিয়াতে আসিনি । আমদেরকে দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে যেনো আমরা আমাদের রব এর ইবাদাত করতে পারি । আমাদের রব এর ইবাদাত এর ক্ষেত্রে আবশ্যক কাজ (সালাত, সাওম, যাকাত, হজ্ব, পর্দা) এর পাশাপাশি দুনিয়ায় জীবনধারনের জন্য আমাদের অনেক রকমের দক্ষতা, জ্ঞান জানা দরকারি । পড়াশুনার মাধ্যমে আমরা যেনো এই বিষয় গুলো জানতে পারি, সেটা আমাদেরকেই শিউর করতে হবে ।
  • যদি সেই পড়াশুনার দ্বারা নিজের ও মানুষের উপকার করা যায়, তাহলে সেটাই উত্তম পড়াশুনা ।
  • পড়াশুনা করে সেটা দিয়ে দিনের একটা সময় অর্থ উপার্জনের দিকে মন দিতে পারি তাহলে দুনিয়াতে জীবনধারন সহজ হলো । বাকি সময় আল্লাহর ইবাদাত করতে পারি বিভিন্ন কাজে । এভাবে দুনিয়া ও আখিরাত দুইয়ে খেয়াল রাখতে হবে ।

নিজের উপরে নিজের হক্ব, দায়িত্ব

  • আমাদের রব এর আনুগত্য, দ্বীন ও এর ফরজ বিভিন্ন বিষয় নিয়ে আলেম দের কাছে পড়াশুনা করা
  • নিয়মিত অর্থসহ কুরআন পড়া, চিন্তা করা, তাফসীর পড়া, নিজেকে আখিরাতের কথা স্বরন করিয়ে দেওয়া
  • একজন ভালো আলেম এর সাথে সুসম্পর্ক রাখা; নিয়মিত দরকারি বিষয়ে পড়াশুনা চালিয়ে যাওয়া;
  • দিনের আলোয় পড়াশুনা ও রাতে ঘুমানো, তারপর খুব ভোরে উঠে যাওয়া
  • উত্তম বন্ধু নির্বাচন করা যেনো দুনিয়া ও আখিরাত দুইয়ে কল্যান আসে; অন্যথায় তা থেকে সাবধান থাকা।
  • নিজের রাগ নিয়ন্ত্রন ও দমন করা; সবসময় মানুষের ব্যাপারে ভালো ধারনা রাখা, অযথা কথা না বলে চুপ থাকা; বিনয়ী ও নম্রতা শেখা ও বজায় রাখা
  • হালাল খাবার খাওয়া, বেশি বেশি দৈনিক মাসনূন আমল করা
  • অল্প আহার করা, অতিরিক্ত তেলে ভাজা বা বাইরের ফাস্ট ফুড না খাওয়া; বাইরের প্রায় সব খাবার অস্বাস্থকর ও পাম তেল দিয়ে ভাজা হয়; সেই তেল পুড়ে যেয়ে ক্যান্সার এর মত রোগ এর জন্ম দিতে পারে
  • কুরআন ও দ্বীন এর পন্থা অনুসরন করে নিজেকে নিজে মোটিভেট করা, সাহস দিতে পারা, সর্বাবস্থায় ধৈর্য রেখে আল্লাহর প্রতি শোকর আদায় করে যাওয়া
  • বদঅভ্যাস থেকে দূরে থাকা - মোবাইল, গেমিং, ধূমপান, মাদক, ইত্যাদি
  • নিজের অঙ্গপ্রতঙ্গের হেফাজত করা যাতে তার দ্বারা গুনাহ এর কাজ না হয়, চাহে সেটা চোখ হাত পা যা কিছুর ই হোক; যে মাধ্যমে গুনাহ এর কাজ হয় সেই মাধ্যম তখন ই পরিত্যাগ করা জরুরি
  • নারী-পুরুষের বিবাহ ভহির্ভূত সম্পর্ক থেকে বেচে থাকা
  • মানুষের হক্ব, জান, মাল এর ক্ষতি না করা; সুদ, ঘুষ, মদ জুয়া, মানুষের উপর অত্যাচার ও ইত্যাদি কে আগুনের মত ভয় করা
  • পরিবার ও বাইরের মানুষের সাথে সর্বাবস্থায় ভালো ব্যবহার করা
  • ছোট, বড় সবাইকে সম্মান করা, মানুষের গীবত না করা
  • নিজের যেই দিকে ট্যালেন্ট আছে বা আগ্রহ আছে সেটা খুজতে চেস্টা করা, সেই লাইনে কাজ করেন এমন মানুষদের সাথে উঠাবসা ও দিকনর্দেশনা নেওয়া
  • এমন এরিয়া তে কাজ শেখা ও করা যেখানে যথেষ্ট পরিমানে উপার্জন আসা সম্ভব
  • টাকা পয়সা জমিয়ে বিয়ের মাধ্যমে উত্তম জীবনসঙ্গীর খোজ করা যাতে নিজেদের সব জরুরত পুরন করা যায়
  • নিজের প্রতি নিজের পিতা-মাতা, ভাই বোন ও অন্যান্যদের কি হক্ব আছে জানা ও মানা; পরিবারের নারীদের খেয়াল রাখা; নিয়মিত মানুষকে দান করা, অভাবী ও দুস্থ মানুষের খেয়াল রাখা;
  • লোভ, রাগ, গীবত, মানুষের হক্ব ভালোভাবে জানা; ভালো ও মন্দ মানুষকে সামনে বা অনলাইনে চিনতে শেখা ও তাদের সাথে চলা পরিহার করা বা সাবধানে চলা
  • নিজে বিপদে পড়তে পারি এমন কাজ এভয়েড করা; সেটা হতে পারে বিনা পরিশ্রমে কোথাও অনেক টাকা কামানোর পদ্ধতি, অল্প দিনে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, দূরে কোথাও বিপজ্জনক ট্যুর, ইত্যাদি
  • নিজেকে সবসময় সাবধানে রাখা; ফলে নিজের ও পরিবারের জন্য সেটা অনেক উত্তম
  • বাবা মায়ের আদেশ উপদেশ মেনে চলা; এতে আপাতদৃষ্টিতে সেটা অপছন্দনীয় হলেও একটা সময় পর ভালো হয় । যদি সেটা নিয়ে সংশয় থাকে তাহলে পরিবারের ভালো মুরুব্বি বা এলাকার কোনো জ্ঞানী আলেম এর কাছ থেকে অপিনিয়ন নেওয়া যেতে পারে ।
  • ছাত্র অবস্থায় আমাদের প্রায় সবার ই জ্ঞান ও অর্থ দুই ই কম থাকে । তাই এই সময় শুধু পড়াশুনার দিকে নজর দেওয়া । এসময় প্রেম তো না ই, বিয়েটাও তখন না করে পরিনত বয়সে করার জন্য প্রস্তুতি নেওয়া ।
  • বিবাহ এর পুর্বে এ নিয়ে পড়াশুনা করা, জরুরি মাসয়ালা জানা, আলেমদের কাছ থেকে উপদেশ ও পরামর্শ নেওয়া; পরিবার গঠন, ম্যানেজমেন্ট ও সন্তান সুন্দর করে প্রতিপালন নিয়ে জানা;
  • পড়াশুনার বাইরে বিভিন্ন ট্রেডে কাজ শেখা, পারলে একটা ছোট ব্যবসা দেওয়া বা কারো সাথে থেকে ব্যবসা শেখা
  • জীবনের সব ক্ষেত্রে ও সর্বাবস্থায় যা ই করি, সেটা হালাল কি না, ইসলাম অনুমোদন দেয় কি না সেটা জানা আলেম দের কাছ থেকে
  • মধ্যপন্থা অবলম্বন করে চলা, যেই কাজ ই করি সেটা ইসলাম অনুমোদন দেয় কি না, নিজের শরীর, মন ও পরিবারের জন্য ভালো কি না সেটা ভেবে চলা
  • হক্ব ও বাতিল যেভাবে এক হয়না, ইসলাম ও কুফর সেভাবে এক হবেনা এই জিনিসটা অনুধাবন করা; এটা নিয়ে বুঝতে হলে ভারত বা ফিলিস্তিনের মুসলিম এর দিকে তাকানো যায়; সেখানে সহজেই দেখা যায় যে হিউমেনিজম শুধুমাত্র ততক্ষন ই খাটে যখন যে অমুসলিম (ইউক্রেন আর ফিলিস্তিন এর ব্যাপারে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা বুঝা); ইসলাম ও মুসলিম দের ভিলেন বানানোর কাজ কারা করছে অনুধাবন করা; দ্বীন নিয়ে যথেষ্ট জানার পর ইসলাম এর খেদমত করা ।
  • সম্ভব হলে ভালো কিন্তু অনাড়ম্বর পোশাক পড়া, চলতে ফিরতে সময়ের খেয়াল রাখা, নিজের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার যত্ন নেওয়া
  • আর্থিক স্বচ্ছলতার দিকে খেয়াল রাখা
  • অযথা সময় নষ্ট না করা; গান-বাজনা, নাটক-সিনেমা থেকে দূরে থাকা; খুব ইচ্ছা হলে ইসলামী নাশীদ শুনা যাতে আলাদা মিউজিক নেই
  • নববী পন্থায় জীবন কাটানো

ক্যাম্পাসের বাইরে কিভাবে সময় কাটাবো

  • কুরআন নিয়ে সময় দেওয়া
  • বাসার কাজে সময় দেওয়া বাবা-মায়ের সাথে
  • হাটে বাজারে ছোটখাট কিছু বিক্রি করার চেস্টা করা
  • ভালো মানুষদের সাথে কিছুক্ষন বসে ভালো বিষয় নিয়ে আলাপ করা
  • ব্যাবসা নিয়ে পড়াশুনা করা, অল্প অল্প করে কিছু করা; সেটা হতে পারে নিজের বানানো কিছু বা কারো থেকে ক্রয় করা কিছু

একাডেমিক পড়াশুনার বাইরে কি কি দক্ষতা অর্জন করবো

  • কিভাবে পড়াশুনা করতে হয়, ভালো ও মন্দ কন্টেন্ট চিনতে হয়; সোশাল মিডিয়ার আসক্তি কেনো হয় তা জানা; ভালো ও মন্দ উদ্যেশ্যের খবর, লিখা, পোস্ট চিনতে পারা; মিডিয়া ম্যানিপুলেশন, ডোপামিন আসক্তি এসব নিয়ে জানা
  • আবেগ বুঝতে পারা ও তাকে কন্ট্রোল করতে পারা; নিজেকে নিজে বুঝ দেওয়া, কখন কি করতে হবে বুঝতে পারা, উপস্থিত বুদ্ধি প্র্যাক্টিস করা, শোকর ও সবর করা নিয়ে জানা, নিজেকে জোর করে বিপথ থেকে সু-পথে টেনে আনতে পারা, নিজের মন্দ দিক চিনতে পারা ও তা ঠিক করা
  • দেশীয় ও বৈশ্বিক খবরাখবর এর দিকে নজর রাখা, বিভিন্ন রকমের রাজনীতি নিয়ে পড়াশুনা করা
  • শরীর কে ফিট রাখতে নিয়মিত হাটা, সম্ভব হলে বিভিন্ন ব্যায়াম করা
  • সাধারন সারভাইভাল নিয়মকানুন - রান্নাবান্না, সাধারন অসুখের ভেষজ ও ফার্মাসি ঔষুধের জ্ঞান, ফাস্ট এইড - (ডিসইনফেক্টিং, ব্যান্ডেজ, ড্রেসিং । ব্লাড সুগার, ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল কিভাবে চেক করে, কেনো করে, কি সমস্যা হয় এর কমা বাড়ার ফলে ও কিভাবে সাবধানে থাকা যায় তা জানা ও নিয়মিত সেটা পরিক্ষা করা ), স্কাউট এ যা শেখানো হয়, ক্যাম্পিং ও হাইকিং এর দক্ষতা
  • সেলফ ডিফেন্স এর জন্য তাইকোন্দো বা ইত্যাদি শেখা
  • একা বা ভরা মজলিসে বক্তৃরা দিতে জানা, কোনো কিছু সুন্দর ভাবে প্রেজেন্ট করতে জানা
  • গ্রুপ ওয়ার্ক এ টিম নিয়ে কাজ করা, একটা টিম কে লিড দিতে জানা; লিডারশিপ দক্ষতা নিয়ে জানা
  • ইলেক্ট্রনিক্স নিয়ে জানা ও সেখানে সাবধানে কিভাবে কাজ করতে হয় জানা; গৃহস্থালি বিভিন্ন আসবাব বা যন্ত্র নষ্ট হলে ঠিক করা শেখা
  • ক্রিকেট, ফুটবল ভালোভাবে শেখা ছাড়াও এমন খেলাধুলা শেখা যা টিকে থাকার জন্য সহায়ক - তীর ধনুক, বর্শা নিক্ষেপ, সর্ড-ফাইটিং, শুটিং ইত্যাদি যা অলিম্পিক গেমস এও আয়োজন হয়
  • মানুষের সাথে কমিউনিকেশন - বাস্তবে বা সোশাল মিডিয়া; সবার সাথে ভালো ব্যবহার করা ও সুসম্পর্ক বজায় রাখা; ভবিষ্যতে এমন অনেক সময় আসতেই পারে যখন কারো সাহায্যের দরকার হবে
  • সেলস ও মার্কেটিং নিয়ে বাস্তব জ্ঞান জানা থাকা যাতে কোনো কিছু তৈরি করা ও সেটা মার্কেটে বিক্রি করার জ্ঞান থাকে
  • টেকনোলজি নিয়ে জ্ঞান থাকা; মোবাইল ও কম্পিউটার এর সাধারন হার্ডওয়্যার ও সফটওয়্যার এর জ্ঞান, অফিস এপ্লিকেশন(word, excel, power point), গ্রাফিক্স / ডিজাইনিং এর কাজ(photoshop, illustrator), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
  • জমির দলিল, আঈন কানুন নিয়ে পড়াশুনা করা
  • অর্থ ম্যানেজ করতে শেখা । সহজে অর্থ উপার্জন করা যায়না তা ভালোভাবে মাথায় গেথে নেওয়া । রিজিক এর কন্সেপ্ট নিয়ে আলেম দের কাছ থেকে ভালো করে জেনে নেওয়া ।